চলতি বছরের ৩০ মে পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়েই পর্দা উঠতে যাচ্ছে এবারের ওয়ানডে বিশ্বকাপের।
আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২৩ এপ্রিলের মধেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে দলগুলো। তবে আগামী ১৫ এপ্রিল দল ঘোষণা করবে ভারত। ১৫ এপ্রিল ১৫ সদস্যের দল ঘোষণা করবে ভারত।
তবে একনজরে দেখে নিন কারা থাকতে পারেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে-
১। শিখর ধাওয়ান
২। রোহিত শর্মা
৩। বিরাট কোহলি
৪। মহেন্দ্র সিং ধোনি
৫। দীনেশ কার্তিক
৬। আম্বাতি রাইডু
৭। হার্দিক পান্ডিয়া
৮। লোকেশ রাহুল
৯। কেদার যাদব
১০। রবীন্দ্র জাদেজা
১১। ভুবনেশ্বর কুমার
১২। কুলদীপ যাদব
১৩। যুজবেন্দ্র চাহাল
১৪। জাসপ্রিত বোমরাহ
১৫। মোহাম্মদ শামি