৯ শ্রেণির লোকদের শবেবরাতেও ক্ষমা নেই

আজ রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মুসলমানরা শবে বরাত পালন করবেন।

এ রাতের রয়েছে অশেষ বরকত। রয়েছে আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের শুভসংবাদ, প্রিয় নবী (স.) পক্ষ থেকে বিশেষ নির্দেশনা।

কিন্তু খাঁটি মনে তাওবা না করা পর্যন্ত কয়েক শ্রেণির লোককে শবেবরাতে ক্ষমা করা হবে না।

এক. মুশরিক, যে আল্লাহর সঙ্গে শিরক করে।

দুই. অন্যায়ভাবে হত্যাকারী।

তিন. হিংসা-বিদ্বেষ পোষণকারী।

চার. মাতা-পিতার অবাধ্য সন্তান।

পাঁচ. রক্তের সম্পর্কের আত্মীয়তা ছিন্নকারী।

ছয়. জিনাকারী নারী ও পুরুষ।

সাত. ডাকাত।

আট. টাখনুর নিচে কাপড় পরিধানকারী পুরুষ।

নয়. মদ পানে অভ্যস্ত ব্যক্তি।

(মুসনাদে আহমাদ, হাদিস: ৬৬৪২; শুয়াবুল ঈমান, হাদিস: ৩৫৪৪-৩৫৪৫-৩৫৫৫-৩৫৫৬)।