অনিশ্চয়তার মুখে উইন্ডিজের বাংলাদেশ সফর

আগামী মাসেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা ছিল উইন্ডিজ ‘এ’ দলের। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচটি একদিনের আনঅফিশিয়াল ওয়ানডে এবং তিনটি চারদিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ খেলার কথা ছিল তাদের।

কিন্তু উইন্ডিজ ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যার কারণে উইন্ডিজ দলের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিছু অনিশ্চিয়তা আছে। উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না, বেশ কয়েকটি সফর নিয়েই তারা আলোচনা করছে। কিন্তু চূড়ান্ত হয়নি কোনো বিষয়।’

এদিকে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের। কিন্তু ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার রেশ এখনো কাটিয়ে উঠতে না পারায় বাংলাদেশ সফরে আসতে চাচ্ছে না কিউই যুবারা।