অনেককে আগুণ থেকে উদ্ধার করা আহত সোহেলকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে

সম্মিলিত সামরিক হাসেপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজধানীর বনানীর এফআর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত ফায়ারম্যান সোহেল কে। তার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে আজ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হবে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন এমনটাই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেবাশীষ বর্ধন বলেন, ‘আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছেন, সোহেলের উন্নত চিকিৎসা প্রয়োজন। সেজন্য আজ রাতেই আমরা তাকে সিংগাপুর পাঠানোর ব্যবস্থা করছি।’

উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৬ জন নিহত হন। আর এসময় কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা উঁচু লাডার (মই) দিয়ে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছিলেন। উদ্ধারের এক পর্যায়ে তার শরীরে লাগানো নিরাপত্তা হুক মইয়ের সাথে আটকে গেলে মই থেকে পা পিছলে একটি পা ভেঙে যায়। এরপর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।