অন্তত তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সুযোগ ও পাবে : পন্টিং

গত ১৫ এপ্রিল আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। সেই দলে জায়গা পাননি তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ভারতের বিশ্বকাপ দলে তাকে জায়গা না দেওয়ায় কম বিতর্ক হয়নি।

তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তাকে। কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে দলে জায়গা পাবেন পন্থ। এদিকে পন্থ তিনটি অথবা চারটি বিশ্বকাপ খেলবে বলেই মনে করছেন তারই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটে এখন প্রচুর গভীরতা। ঋষভ হয়তো এ বার সুযোগ পেল না। কিন্তু আমি খুবই অবাক হব যদি দেখি, ক্রিকেট ছাড়ার আগে অন্তত তিনটি বিশ্বকাপ ও খেলেনি।’

তিনি আরো বলেন, ‘অবশ্যই বিশ্বকাপের দলে থাকার স্বপ্ন দেখেছিল ও। কিন্তু ওকে মনে রাখতে হবে, অন্তত তিন থেকে চারটি বিশ্বকাপ খেলার সুযোগ ও পাবে।’