অবশেষে নতুন রাজা পাচ্ছে চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের রাজা বলা হয় ক্রিশ্চিয়ানো রোনালদোকে। কেনই বা বলা হবে না, চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল তার। নক আউট পর্বে সবচেয়ে বেশি গোল তার। ফাইনালও জিতেছেন পাঁচ বার। অনেক ক্লাবেরই শিরোপা নেই পাঁচটি।

এছাড়াও চ্যাম্পিয়নস লিগে গোল করাটা যেন রোনালদোর সখ। সেই সখের কাজে অবশেষে ঘটতে যাচ্ছে অবসান। টানা ৬ বছর পর রোনালদোর এই রাজত্বে হানা দিতে যাচ্ছে অন্য কেউ। খুব সম্ভবত সেই লোকটা হতে যাচ্ছেন লিওনেল মেসি।

২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ মৌসুমে টানা চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এই ছয় মৌসুম পর এবারই ২০১৮-১৯ মৌসুমে এসে ছেদ পড়ল তার দৌড়ে। চলতি মৌসুমে ক্রিশ্চিয়ানো রোনালদো ৬ গোল করেছেন। কিন্তু তার দল বিদায় নিয়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। তার থেকে বেশি গোল আছে লেভানদস্কি এবং মেসির। লেভানদস্কি বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। কেবল বাকি আছেন মেসি এবং তিনি আছেন সবার উপরে। তার গোল ১০টি।