অবশেষে বিতর্কিত সেই রীতি বাতিল, বিশ্বকাপে উইন্ডিজ দলে থাকছে চমক

আসন্ন দ্বাদশ বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আন্দ্রে রাসেল-কাইরণ পোলার্ডের মতো বিশ্ববারণ্য তারকাদের সমন্বয় ঘটাতে ব্যর্থ দেশটির ক্রিকেট বোর্ড। যে কারণে ক্রমান্বয়ে পিছিয়ে পড়ছে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু আসন্ন বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে, শিগগিরই সেই দুঃসময়ের ইতি ঘটতে চলেছে। কারণ দ্বাদশ বিশ্বকাপে আন্দ্রে রাসেল, কাইরণ পোলার্ডের মত তারকা ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

কারণ এতদিন ধরে উইন্ডিজ ক্রিকেটে রীতি ছিল, নিজেদের ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলে খেলা যাবে না।

কিন্তু ক্যারিবীয় ক্রিকেটারদের চাহিদা বিভিন্ন দেশে লিগে আকাশচুম্বী। স্বভাবতই নিজেদের ঘরোয়া ক্রিকেটে তাদের খেলা হয়ে ওঠে না। ফলে সুযোগ পান না জাতীয় দলেও।

কিন্তু অবশেষে বিতর্কিত এই রীতি বাতিল হয়েছে। সে কারণে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকরা।