অবসর নিতে চাওয়া সেই ক্রিকেটার এখন স্বপ্নের বিশ্বকাপ দলে

একের পর এক ইনজুরির কারণে জাতীয় দলে ফেরা বড় দায় হয়ে দাঁড়িয়েছিল নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামের। যার ফলে এক পর্যায়ে ক্রিকেটকে বিদায় জানানোর কথা ভেবেছিলেন তিনি। ভাগ্যিস সেসময় ক্রিকেটকে বিদায় জানাননি তিনি।

কেননা নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। স্বপ্নের বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশাম বলেন, ‘আমি নিজের ওপর অনেক বেশি চাপ নিয়ে ফেলছিলাম। যখন গত মৌসুমের শুরুতেই দল থেকে বাদ পড়লাম, তখন সফল হওয়ার জন্য খুব বেশি চাপ প্রয়োগ করছিলাম নিজের ওপর। যার শুরুটা করতে চেয়েছিলাম ঘরোয়া ক্রিকেটের মধ্য দিয়েই। আমার অবসরের বিষয়টি একদম শেষ মুহূর্ত পর্যন্ত চলে গিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমি হিথ মিলসের সঙ্গে আলোচনায় বসি। তাকে জানাই যে আমি আর খেলাটা চালিয়ে নিতে চাচ্ছি না। এখন আমি তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। কারণ সে-ই আমাকে বুঝিয়েছে তখন প্রয়োজনে বিরতি নিয়ে, পরে আবার নতুন উদ্যমে শুরু করতে। সেখান থেকেই মূলত আমি ধীরে ধীরে উন্নতির দিকে আগাই। ওয়েলিংটন টেস্টের মধ্য দিয়ে দলে ফিরি এবং এখন জায়গা পেলাম বিশ্বকাপের স্কোয়াডে।’

‘তবে যখন কোনোকিছু নিচের দিকে যেতে থাকে তখন আপনি ব্যাট হাতে রান পাবেন না, বল হাতে উইকেট পাবেন এবং পরিশ্রমের মাত্রা বাড়িয় দিয়েও কোনো ফায়দা পাবেন না। তখন একটা সময় আসবে যখন মনে হবে আর পারবেন না। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে তখন ছোট একটা বিরতি নেয়ায় আমার কাজ সহজ হয়েছে। যার পর থেকে আমি এখন এই পর্যায়ে’- যোগ করেন নিশাম।