অভিযোগের কঠোর জবাব দিলেন গৌতম গম্ভীর

ভারতীয় দলের সাবেক ওপেনা গৌতম গম্ভীর বলেছেন, ‘যখন আপনার কোনও ভিশন থাকবে না এবং গত সাড়ে চার বছরে কিছুই করেননি, তখন এই ধরণের অভিযোগ আপনি তুলবেন।’

দু-দুটি ভোটার আইডি রয়েছে গৌতম গম্ভীরের। তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন আপ প্রার্থী অতসী। সেই অভিযোগের জবাব দিতে গিয়ে রবিবার (২৮ এপ্রিল) তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা ব্যর্থ, তারাই ষড়যন্ত্র করে চলেছেন।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে একের পর এক বিতর্কে জড়াচ্ছেন। এমনকী তাঁর বিরুদ্ধে দুটি ভোটার কার্ড থাকার অভিযোগও উঠেছে।

আপ প্রার্থী অতসীর দাবি, গম্ভীর দিল্লির করোল বাগ এবং রজিন্দর নগর, উভয় জায়গারই ভোটার। একসঙ্গে দুই কেন্দ্রের ভোটার লিস্টে তাঁর নাম থাকার অভিযোগে দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।

এদিকে, স্বয়ং নির্বাচন কমিশন অনুমতি ছাড়া সভা করার জন্যে ইতোমধ্যে গম্ভীরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে।