অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ওয়ার্নার ও স্মিথ

ইনজুরি এবং নিষেদাজ্ঞা থেকে ফেরার পর থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ডেভিড ওয়ার্নার। তাই তার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। ওয়ার্নার ভালো করলেও অতটা ভালো করতে পারছিলেন না স্টিভেন স্মিথ। তবে তার উপর ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকেও।

তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি মিডলঅর্ডার ব্যাটসম্যান হ্যান্ডসকম্বকে। এছাড়াও বাদ পড়েছেন পেসার জস হ্যাজলউড।

উসমান খাজা এবং শন মার্শ জায়গা পেয়েছে বিশ্বকাপ স্কোয়াডে। সাম্প্রতিক সময়ে তাদের দুর্দান্ত ফর্মের কারণেই তাদের জায়গা হয়েছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি অ্যাস্টন টার্নার কিংসা অ্যাকরে শর্টের। তবে জায়গা করে দিয়েছেন আলেক্স ক্যারে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: অ্যারন ফিঞ্চ, জেশন বেহরেনডর্ফ, আলেক্স ক্যারে, নাথান কোল্টার নিল, প্যাট কামিন্স, উসমান খাজা, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জেই রিচার্ডশন, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টোইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।