অ্যালিসনকে অভিনন্দন জানালো পিটার চেক

গত মৌসুমে খেলেছিলেন রোমার হয়ে। সেখানেই তার পারফর্মেন্সের প্রেমে পড়ে যায় লিভারপুল বস ক্লপ। সেজন্য তখনকার রেকর্ড ট্রান্সফার ফি দিয়েই অ্যালিসনকে কিনে আনে লিভারপুল।

অ্যালিসনের প্রতি এত টাকা ইনভেস্ট করায় সমালোচনাও করেছিল কেউ কেউ। কিন্তু সেই সমালোচকদের এখন আর খুজে পাওয়া যায়না। কারণ অ্যালিসন এখন প্রিমিয়ার লিগেরই সেরা গোলকিপার হয়ে গেছেন তার প্রথম মৌসুমেই।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ২০টি ক্লিনশিট ধরে রেখেছেন অ্যালিসন যা লিগে সর্বোচ্চ। তার ঠিক পেছনেই আছে তারই জাতীয় দলের সতীর্থ এডারসন। তার ক্লিনশিট ১৮টি।

এদিকে এক মৌসুমে ২০টি ক্লিনশিট ধরে রাখা পঞ্চম গোলকিপার অ্যালিসন। তার আগে পেপে রেইনা, পিচার সেহমিচেল, ভ্যান ডার সার ও পিটার চেক ২০টি করে ক্লিনশিট ধরে রেখেছিল।

তবে সর্বোচ্চ ২৪টি ক্লিন শিট এক মৌসুমে রেখেছিল পিটার চেক। ২১টি নিয়ে দুইয়ে আছে ভ্যান ডার সার। বাকিদের অর্জন ২০টি করে। লিভারপুলের ম্যাচ আছে আরও ২টি। সেই দুটি ক্লিনশিট রাখতে পারলে দুই নম্বরে চলে আসবেন অ্যালিসন।

এদিকে এক মৌসুমে ২০ ক্লিনশিটের রেকর্ড স্পর্শ করায় অ্যালিসনে অভিনন্দন জানিয়েছে পিটার চেক। টু্‌ইটারে এই অভিনন্দন জানিয়েছেন তিনি।