অ্যালেক্স হেলসের নিষেধাজ্ঞা ইস্যুতে মুখ খুললেন নাসের হুসাইন

আসন্ন বিশ্বকাপের আগে হঠাৎ করেই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ায় ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলস। তবে ক্রিকেটে ফিরেই দুঃসংবাদ শুনতে হয় হেলসকে। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

এদিকে হেলসের নিষেধাজ্ঞা ইস্যুতে মুখ খুলেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। হেলসের ব্যাপারে ইসিবিকে আরো একবার ভাবতে বলছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে (হেলস) নিজেই সবকিছু স্বীকার করে নিয়েছে। এমনটা তার এবারই প্রথম নয়, গত কয়েক বছরে সে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। যদি সে সত্যিই এই ড্রাগ নিয়ে থাকে, তাহলে এটা বড় ভুল। আগে স্টোকসের সাথে ব্রিস্টলের ওই ব্যাপারটা তো আছেই। এখন বিশ্বকাপকে সামনে রেখে সে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেল।’

তিনি আরো বলেন, ‘আমার মনে হয় এমন অবস্থায় ইসিবির শক্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। বেয়লিস ও জাইলসকে সিদ্ধান্ত নিতে হবে কোন ইংলিশ দলটা বিশ্বকাপে জন্য উপযোগী। যদি প্রথম ম্যাচেই রয়ের (জেসন) পিঠের ব্যথা বেড়ে যায়, তাহলে আপনি কাকে খেলাবেন? হেলসকে নাকি হ্যাম্পশায়ারের হয়ে ১৯০ করা জেমস ভিন্সকে? বোর্ডকে ক্রিকেটের স্বার্থ ভেবেই সিদ্ধান্তটা নিতে হবে।’