আইপিএলকে বিদায় জানিয়ে ওয়ার্নারের টুইট

বিশ্বকাপকে সামনে রেখে এরই মধ্যে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছেড়ে দেশে ফিরে গেছেন অনেক তারকা ক্রিকেটার। বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতিতে যোগ দিতে এরই মধ্যে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন জস বাটলার, জনি বেয়ারস্টো, সাকিব আল হাসানদের মত তারকা ক্রিকেটাররা।

এবার সেই ধারাবাহিকতায় আইপিএল ছেড়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটিই ছিল ওয়ার্নারের এবারের আইপিএলের শেষ ম্যাচ। এবারের আইপিএলে ১২ ম্যাচ খেলে ৬৯.২০ গড়ে ৬৯২ রান করেছেন ওয়ার্নার। যেখানে রয়েছে ৮টি অর্ধশতক ও ১টি শতক।

আইপিএলকে বিদায় ওয়ার্নার টুইট বার্তায় লিখেন, ‘হায়দ্রাবাদ পরিবারের পক্ষ থেকে আমি যে সমর্থন ও সহায়তা পেয়েছি, তার বিপরীতে কৃতজ্ঞতা জানানোর মতো যথাযথ শব্দ আমার জানা নেই। শুধু এ মৌসুম নয়, গত মৌসুমেও একইরকম সমর্থন পেয়েছি। দলের সঙ্গে যোগ দেয়ার অপেক্ষাটা অনেক দীর্ঘ ছিলো আমার, খুব করে চাচ্ছিলাম দলের সঙ্গে খেলতে।’

তিনি আরো লিখেন, ‘দলের মালিক, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়, সোশ্যাল মিডিয়া টিম এবং সমর্থকদের মন থেকে ধন্যবাদ আমাকে প্রাণ খুলে স্বাগত জানানোয়। দলের যোগ দেয়ার পথে মাঠে ব্যাট ঘোরানো পর্যন্ত- প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি আমি। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য দলের সবাইকে শুভকামনা, সেরা হয়েই শেষ করো তোমরা।’