আইপিএলের এই রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব

চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর। জমে উঠেছে আইপিএলের এবারের আসর। তবে একনজরে দেখে নিন আইপিএলের এমন কিছু রেকর্ড যা কিনা ভাঙ্গা সত্যিই কঠিন ব্যাপার। দেখে নিন সেই রেকর্ডগুলো-

২০১৩ সালে পুণে ওয়ারিয়ার্সের বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।। ৬৬ বলে ১৭৫ রানেই ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল ১৩টি চার ও ১৭টি ছয়।

২০১৬ আইপিএল মৌসুমে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। যা কিনা আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি।

সেই মৌসুমে আরেকটি রেকর্ড গড়েছিলেন কোহলি। ১৬ ম্যাচ খেলে ৯৭৩ রান করেছিলেন কোহলি। যা কিনা আইপিএলের এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড।

এছাড়াও ৩০ বলে সেঞ্চুরি করার রেকর্ডের মালিকও ক্রিস গেইল। এখন পর্যন্ত গেইলের এই রেকর্ড কেউ ভাঙ্গতে পারেনি।