আইপিএলে ফিল্ডিং নিয়ে গুরুতর অভিযোগ তুলল কাইফ

সাবেক ভারতীয় ক্রিকেটার এবং দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ মোহাম্মদ কাইফ এবার আইপিএলে ফিল্ডিং নিয়ে গুরুতর অভিযোগ তুললেন। তার দাবি, আইপিএলের দলগুলি খেলার মধ্যে খারাপ ফিল্ডারদের তুলে নিয়ে পরিবর্ত হিসেবে ভাল ফিল্ডারদের নামাচ্ছে।

কাইফ বলেছেন, ‘এটা ঠিকই যে, সব ম্যাচ মাঝরাতে গিয়ে শেষ হচ্ছে। এটাও দেখতে পাচ্ছি, মন্থর ফিল্ডারদের তুলে নিয়ে চনমনে ফিল্ডারদের নামিয়ে দিচ্ছে অনেক দল। আমার মনে হয়, আম্পায়ারদের এ ব্যাপারে নজর দেওয়া উচিত। কারা কী বদল ঘটাচ্ছে, সে দিকে তাঁদের খেয়াল রাখা দরকার।’

আজ, বৃহস্পতিবার, নিজেদের ঘরের মাঠ কোটলায় দিল্লি মুখোমুখি হচ্ছে বিধ্বংসী ফর্মে থাকা ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদের। তার আগে কাইফের এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে হইচই পড়ে যেতে বাধ্য।

কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডার পরিবর্তনের দিকে আঙ্গুল তুলে কাইফ বলেন, ‘উদাহরণ হিসেবে বলছি, দিল্লি ক্যাপিটালস বনাম কেকেআর ম্যাচে আন্দ্রে রাসেল বাইরে চলে গিয়েছিল। তার জায়গায় নামানো হল রিঙ্কু সিংহকে। এর পর পীযূষ চাওলা খুব তাড়াতাড়ি ওর চার ওভার শেষ করে নিয়ে বাইরে চলে গেল। ওর জায়গায় ফের রিঙ্কু সিংহ চলে এল ফিল্ডিং করতে।’

কাইফ আরও বলছেন, ‘পঞ্জাবের শেষ ম্যাচেও আমরা একই জিনিস দেখেছি। সরফরাজ খানের গ্লাভসে বল লাগে। তার পর ও আর ফিল্ডিং করতে মাঠেই আসেনি। আমি জানি না ও কতটা আহত ছিল। করুণ নায়ার ফিল্ডিং করল এবং লং-অনে দাঁড়িয়ে খুব ভাল একটা ক্যাচ নিল। কয়েকটা দল এটা করছে। আমার কাছে মোটেও তা ঠিক মনে হচ্ছে না। এ ব্যাপারে আমরা আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করব।’