আইপিএল ছেড়ে সাকিবের দেশে ফেরার দিনক্ষণ জানালেন সালাউদ্দিন

গতকাল ২২ এপ্রিল থেকে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতির ক্যাম্প শুরু হয়েছে। যেখানে ছিলেন মাত্র পাঁচজন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

আর বাকিরা ডিপিএলে ব্যস্ত ছিলেন। অন্যদিকে সাকিব আল হাসান চলতি আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন। যদিও বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে সাকিবকে চিঠি পাঠিয়েছিল বিসিবি। কিন্তু এরপরেও দেশে ফিরেননি সাকিব।

এর কারণ হল- হায়দ্রাবাদের হয়ে পরবর্তী দুই ম্যাচের একাদশে খেলবেন সাকিব। আর তাই দেশে ফিরেননি তিনি। তবে সাকিব আগামী ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন দেশে ফিরবেন বলেই জানিয়েছেন সাকিবের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হায়দ্রাবাদ থেকে দুই-তিনজন খেলোয়াড় চলে যাবে। যে কারণে তারা এখনই সাকিবকে ছাড়তে রাজি নয়। আজকের ম্যাচে (চেন্নাইয়ের বিপক্ষে) খেলবে সাকিব। এমনকি পরের ম্যাচেও ওকে নেয়ার কথা জানিয়েছে দলটি। পরে ২৮ এপ্রিল দেশে ফিরে আসবে সাকিব।’