আগামী ৭ দিনের মধ্যে ফায়ার স্টেশন হবে পুরান ঢাকায়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে পুরান ঢাকার কেমিক্যাল মার্কেটের আশপাশে একটি ফায়ার সার্ভিস স্টেশন করা হবে।

ফায়ার সার্ভিস সূত্র সংবাদমাধ্যমকে জানায়, পুরান ঢাকার বাবুবাজার এলাকায় স্টেশনটি তৈরি হবে। আজ (৭ এপ্রিল) রবিবার পুরান ঢাকার আরমানিটোলায় এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

এ সময় সভায় তিনি বলেন, ‘আগামী সাতদিনের মধ্যে পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি ফায়ার স্টেশন করা হবে। এছাড়াও জায়গা পেলে পুরান ঢাকার অন্যান্য জায়গায় আরও সাত থেকে আটটি ফায়ার স্টেশন করে দেয়া হবে।’