আঘাত হানতে যাচ্ছে আরও তিন কালবৈশাখী

কিছুদিন আগেই বাংলাদেশে আঘাত হেনেছিল কালবৈশাখী ঝড়। তবে এখানেই শেষ নয়, এই মাসেই অর্থাৎ এপ্রিলেই আরও তিনটি কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। একই সাথে ভারী বৃষ্টিপাত ও শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঢাকা আবহাওয়া অফিস থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়, প্রতি বছর এপ্রিল মাসে দেশের আবহাওয়া বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। এ কারণে এ সময় বৃষ্টিপাত ছাড়াও সমুদ্রে দুয়েকটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এছাড়াও দেশের উত্তর-মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। ফলে কোনো কোনো স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও ওপরে উঠে যেতে পারে।