আন্দ্রে রাসেলের ৩১ বলে অন্যরকম সেঞ্চুরি

টি-টুয়েন্টিতে অন্যরকম এক সেঞ্চুরি করলেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। মাত্র ৩১ বলে করেছেন সেঞ্চুরি। কিন্তু কিভাবে?

আন্দ্রে রাসেল গতকাল ২৪ বলে ৬৫ রান করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে (যে বলটিতে আউট হয়েছেন সেটি হিসাবের বাইরে ধরে)। আইপিএলে এটি ছিল দুই দলের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে রাসেল করেছিল ১৩ বলে ৪৮ রান।

রাসেল ব্যাঙ্গালুরুর বিপক্ষে এই দুই ম্যাচ মিলিয়ে শেষ ৩১ বলেই ১০০ রান করেছেন। গতকাল ২৪ বলে ৬৫ এবং আগের ম্যাচের শেষ ৭ বল হিসাবে টানলেই সেঞ্চুরি পূর্ন হয়ে যায় তার।

গতকাল আরসিবির বিপক্ষে ম্যাচে আন্দ্রে রাসেল মুখোমুখি হওয়া কোন বলে কত রান নিয়েছিল তা দেখুন- ১, ৬, ০, ০, ৪, ০, ১, ০, ৬, ৬, ৬, ০, ৪, ৬, ০, ১, ০, ০,০, ৬, ৬, ৬, ৬, ০ = ৬৫।

২৫ নম্বর বলে আউট হয়েছিলে তিনি।

তার আগের ম্যাচের শেষ ৭ বলে রাসেলের রান ছিল- ৬, ৪, ৬, ৬, ৬, ১, ৬ = ৩৫

সব মিলিয়ে ৩০ বলেই করেন ১০০ রান। এই ৩১ বলের মোট ১৪টি ছক্কায় পরিণত করেন তিনি। চার মারেন মাত্র তিনটি।

ভিডিওটি দেখতে ক্লিক করুণ এখানেই