আফ্রিদির পর বাংলাদেশকে অপমান করলেন ব্রায়ান লারা

আগামী ৩০ মে স্বাগতিক ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে পর্দা উঠতে যাচ্ছে এবারের ইংল্যান্ড বিশ্বকাপের। আর আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ফেভারিট দলের নাম জানাচ্ছেন ক্রিকেট বিশ্লেষক, সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা।

যেখানে হট ফেভারিট হিসেবে শোনা যাচ্ছে ইংল্যান্ড-ভারতের নাম নাম। অন্যদিকে শিরোপার দাবিদার হিসেবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ডের নাম শোনা গেলেও সেই তালিকায় নেই উইন্ডিজ। এদিকে নিজেদের সামর্থ্য বোঝাতে গিয়ে বাংলাদেশকে তাচ্ছিল্য করলেন দেশটির জীবন্ত কিংবদন্তি ব্রায়ান লারা। যেমনটি কিছুদিন আগেই করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

তিনি বলেন, ‘উইন্ডিজকে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে। নিজেদের দিনে আমরা যেকাউকে হারাতে পারি। আমরা দেখিয়েছি আমরা ভারত ইংল্যান্ডকে হারাতে পারি। আবার অন্যদিকে বাংলাদেশ ও আফগানিস্তানের মত দলের বিপক্ষেও হেরেছি। আর এসবই আমাদের এড়িয়ে যেতে হবে ভালো কিছু করার জন্য। উইন্ডিজকে সেমি ফাইনালে দেখলে আনন্দিতই হব।’

তিনি আরো বলেন, ‘আমরা গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে সবাইকে অবাক করে দিয়েছি। মানুষের মধ্যে আমাদের নিয়ে ভিন্ন ধারণা হতে শুরু করেছে আস্তে আস্তে। তাই আমার মনে হয়না খেলা শুরুর আগেই কেউ এখন উইন্ডিজকে বাতিলের খাতায় ফেলবে না।’