আমরা আশা করেছিলাম সে আসবে, কিন্তু আসেনি : পাপন

আজ (২৯ এপ্রিল) সোমবার আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

এরপর জাতীয় দলের আনুষ্ঠানিক ফটোসেশনে যোগ দেন দলের খেলোয়াড়রা, বোর্ড সভাপতি, পরিচালক, ও কোচিং স্টাফরা। বাংলাদেশের বিশ্বকাপ দলের ১৫ সদস্যের মধ্যে সেখানে ছিলেন না কেবল একজন।

তিনি হলেন বাংলাদেশের দলের সহ-অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের না থাকা নিয়ে প্রশ্ন করা হলে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিষয়টি দুঃখজনক। যেহেতু টিম ফটোসেশন ছিল সেহেতু এটি দুঃখজনক।’

তিনি আরো বলেন, ‘আমি তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, কোথায় তুমি। সে যে এসেছে সেটাও আমি জানি না। আমি পেপার পড়ে দেখেছি। সে বলল রাতে আমার বাসায় আসবে। এখনই ফিরে আসতে বললাম। সে বলল সে বের হয়ে গেছে। আমি এখানে জিজ্ঞেস করলাম, তারা বলল টিম ফটোসেশনের কথা সাকিবকে বলা হয়েছে। আমরা আশা করেছিলাম সে এখানে আসবে। কিন্তু সে আসেনি।’