আমরা যাব বিশ্বকাপ জিততেই: মুশফিক

২০১৯ বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে ইংল্যান্ডকে।

ইংল্যান্ডের পর এই বিশ্বকাপে সবচেয়ে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের মত দলকে।

এই সব দলের ভীরে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন না কেউই। তবে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা বাংলাদেশ যেকোন দলকেই হারানোর ক্ষমতা আছে। আর এই ক্ষমতাই বিশ্বকাপে দেখাতে চান মুশফিকুর রহীম।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি যে, আমরা কেবল অংশ নিতেই বিশ্বকাপে যাচ্ছিনা। এটা আমাদের বিশ্বাস যে আমরা বিশ্বকাপ জিততে পারি।”

“আমি মনে করি নকআউট পর্বে যাওয়ার ভালো সুযোগ আছে আমাদের এবং সেখানে যেকোন কিছুই হতে পারে। আমি কোন সহজ ম্যাচ আশা করিনা। এটা বিশ্বকাপ, আমি মনে করি সব দল কঠিন। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশ বিশ্বকাপের জন্য বড় দাবীদার হতে পারে। শেষ কয়েক বছরে আমরা অনেক ফাইনালে হেরেছি। আল্লাহ আমাদের জন্য হয়তো বিশ্বকাপে বড় কিছু দেয়ার জন্য জমা করে রেখেছেন।”