‘আমাকে খুশি করো আমি তোমাকে কাজ দেব’

ভারতের অভিনয় জগতে যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে প্রতিনিয়তই মুখ খুলছেন শিল্পীরা। ছোট থেকে বড় সব পর্দার অনেকেই শারীরিকভাবে কম বেশি লাঞ্ছনার শিকার হয়েছেন। সম্প্রতি নিজের কাস্টিং কাউচ সংক্রান্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন টিভি সিরিয়ালের অভিনেত্রী রিচা ভাদ্রা।

তিনি জানিয়েছেন, অভিনয় জগতে কাজ পেতে হলে প্রযোজককে সন্তুষ্ট করতে হবে বলে বাজে প্রস্তাব পান। বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল বলে জানান।

সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা এমনটা জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রথম দিকে আমি কাস্টিং কাউচ সংক্রান্ত কোনো অভিজ্ঞতার শিকার হইনি। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ কয়েকটি জায়গায় অডিশন দিতে গিয়েছিলাম। তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাকে কম্প্রোমাইজ করতে বলা হয়েছিল।’

এ অভিনেত্রী বলেন, ‘একজন কাস্টিং ডিরেক্টর বলেছিলেন, আমাকে খুশি করো আমি তোমাকে কাজ দেব। আমাকে একটি হোটেলে ডেকে পাঠিয়েছিলেন ওই কাস্টিং ডিরেক্টর। কিন্তু আমি তাকে বলি,আমি কফিশপে দেখা করতে চাই। এর পরে আমার ইন্ডাস্ট্রিতে সমস্ত আশা-আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়। শিল্পী হিসেবে যে ইমেজ আমি তৈরি করেছিলাম সেটা আর ভেঙে ফেলতে চাইনি।’

তিনি বলেন, ‘বা বহু অউর বেবি’ এবং ‘মিসেস তেন্ডুলকর’-এর মতো টেলিভিশন শো-তে দেখা গেছে রিচা ভাদ্রাকে। তিনি আবারও টেলিভিশনে ফেরার চেষ্টা করেছিলেন, কিন্তু খুব বেশি সাহসী চরিত্রের জন্য তিনি নিজেকে যোগ্য বলে মনে করেন না।

এ বিষয়টি নিয়ে রিচা বলেন, ‘আমি আমার পরিবার বা নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সাহসী চরিত্রে অভিনয় করতে পারব না। শিশুশিল্পী হিসেবে আমি সবসময় খুব ঘেরাটোপের মধ্যে থাকতাম। সবসময় পরিবার পাশে থাকতো। বহু সেলিব্রিটিই আজকাল বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। আমাকেও মাঝেমধ্যেই বলা হয়েছে, তোমাকে মোটা মেয়ের চরিত্রে মানাবে।আমি কোনো ট্যাগ চাই না এবং শুধুমাত্র ইন্ডাস্ট্রির প্রয়োজনে ওজন ঝরানোয় আমি বিশ্বাসী নই।’