আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয় : সাইফউদ্দিন

আগামী ৩০ মে ইংল্যান্ডে পর্দা উঠবে এবারের ওয়ানডে বিশ্বকাপের। আর আসন্ন এই বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে ভাবা হচ্ছে ইংল্যান্ড ও ভারতকে। এদিকে শক্তির দিক দিয়ে বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড এগিয়ে থাকলেও অভিজ্ঞতায় বাংলাদেশ এগিয়ে আছে।

ঠিক এমনটিই মনে করছেন বাংলাদেশ দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশ যেকোনো দলকেই হারাতে পারে বলেই মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি সামগ্রিকভাবে চিন্তা করেন, আমাদের দল হয়তো ইংল্যান্ড আর ভারতের মতো নয়। তবে আমাদের দলে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছেন। আমাদের পাঁচজন খেলোয়াড়ের প্রায় ২০০টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। এদিক থেকে আমি মনে করি, আমাদের দল অন্যদের থেকে অনেক এগিয়ে।’

তিনি আরো বলেন, ‘দলে আমরা যারা তরুণ আছি, সৌম্য ভাই গত বিশ্বকাপে খেলেছে। সবমিলিয়ে আমাদের দল ভারসাম্যপূর্ণ। যদি সবাই সবার জায়গা থেকে ভালো খেলতে পারে, যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি আমরা।’