আমার মতে সে বিশ্বকাপের সেরা অধিনায়ক : আশরাফুল

কিছুদিন আগেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিশ্বকাপের সেরা অধিনায়ক বলেছিলেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। এবার মাশরাফিকে বিশ্বকাপের সেরা অধিনায়ক বললেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে নিজের ব্যাটিং অভিজ্ঞতা থেকে আশরাফুল বলেন, ‘যে ধরনের উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যে গতি… এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকব। আমাদের বেশিভাগ বোলারই, শুধু রুবেল ১৪০ গতিতে বল করতে পারে, বাকিরা ১৩০-১৩৫ এইরকম। তারপরও দেড় মাস সময় আছে। আমাদের একটা সুবিধা থাকবে যে মাশরাফী অধিনায়ক। কারণ সে সেরা অধিনায়ক।’

তিনি আরো বলেন, ‘ভালো একটা নেতা থাকলে এইসব ছোটখাট জিনিসগুলো কাটিয়ে উঠতে পারবে। সিনিয়ররা যদি সেরাটা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু কঠিন। ওই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকি দলগুলো একটু ভালো।’