‘আমি সত্যিই মনে করি, স্মিথ-ওয়ার্নার খুন করে পার পেয়ে গেছে’

বল টেম্পারিং কাণ্ডে জড়িয়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৯ মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরুন বেনক্রাফট। কিছু দিন আগেই স্মিথ-ওয়ার্নারের শাস্তির মেয়াদ শেষ হয়েছে।

অনেকের মতেই খুব বেশি শাস্তি দেওয়া হয়েছে স্মিথ-ওয়ার্নারকে। অন্যদিকে স্মিথ-ওয়ার্নারের শাস্তি নিয়ে এবার এক মন্তব্যই করে বসেছেন সাবেক উইন্ডিজ ক্রিকেটার কার্টলি অ্যামব্রোস। তার মতে, স্মিথ-ওয়ার্নার খুন করে পার পেয়ে গেছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যখন আপনি এভাবে আইন ভাঙবেন, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এবং আমি সত্যিই মনে করি, তারা খুন করে পার পেয়ে গেছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এক বছরের শাস্তিটা কম হয়েছে। আমি হলে বলতাম দুই বছর। সেটা সবার কাছে একটা বার্তা পাঠাতে।’

‘তারা এ কাজ আর কখনো করবে না বলেই আমার বিশ্বাস। এক বছর সাজার মেয়াদ ভোগ করেছে, এখন অস্ট্রেলিয়া তাদের সমর্থন দিক। আশা করব, ওরা যেন বিশ্বকাপে থাকে। তাতে দলটা শক্তিশালী হবে’-যোগ করেন অ্যামব্রোস।