আশরাফুল-সোহাগ গাজীর বোলিং তান্ডব

ব্যাটিংয়ে নেমে এক ওভারেই ২৮ রান নিয়েছিলেন সোহাগ গাজী। নাঈম হাসানের ওই ওভারে তিনটি ছক্কা, দুটি চার এবং একটি দুই রান নেন মোহামেডানের এই তারকা।

ব্যাটিংয়ের মতই তান্ডব চালান বল হাতেও। তার বোলিং আক্রমনের কোন উত্তরই খুজে পায়নি প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। আউট হয়েছেন চারজন।

গাজীর শিকার হয়েছে সাজঘরে ফিরেছেন এনামুল হক বিজয় (২৬), নাজমুল হোসেন মিলন (১৯), আল আমিন (৫) ও আব্দুর রাজ্জাক (০)।

এদিকে সোহাগ গাজীর দলেরই আরেক তারকা আশরাফুল। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ৪ রান করেছিলেন।

তবে বল হাতে পুষিয়ে দিয়েছেন পুরোটাই। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ৩টি। তার শিকার হয়েছেন অভিমুণ্য (২২), আরিফুল হক (১২), নাহিদুল ইসলাম (২৮)।