আয়ারল্যান্ডে ওকে বেশি ব্যবহার করা উচিত হবে না : ওয়ালশ

ইনজুরি যেন লেগেই রয়েছে বাংলাদেশ দলের সঙ্গে। বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটার বর্তমানে ছোটখাটো ইনজুরিতে ভুগছেন। সামনেই বিশ্বকাপ। তবে এর আগে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের জন্য মূল বিষয় হচ্ছে বিশ্বকাপ। যার জন্য বিশ্বকাপের আগে দলের সেরা ক্রিকেটাররা ইনজুরির কবলে সেটা কেউ চায় না। তেমনি দলের অন্যতম সেরা মোস্তাফিজুর রহমানকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নন বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

আর তাই আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে মোস্তাফিজকে সব ম্যাচ খেলাতে চান না ওয়ালশ। মূলত বিশ্বকাপে সম্পূর্ণ ফিট মোস্তাফিজকে পাওয়ার জন্য আয়ারল্যান্ডে তাকে সবগুলো ম্যাচে চান না ওয়ালশ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মোস্তাফিজ ইনজুরির কারণে ভালো অবস্থায় নেই। সে বারবার ইনজুরিতে পড়ছে। তাই আমাদের উচিৎ ওর ব্যাপারে বেশি তাড়াহুড়ো না করা। আয়ারল্যান্ডে ওকে বেশি ব্যবহার করা উচিৎ না। আয়ারল্যান্ডে তাকে বেশি ম্যাচ খেলালে বিশ্বকাপে সতেজ অবস্থায় পাওয়া যাবে না।’