আয়ারল্যান্ড সফরে ভালো করা তার জন্য খুব কঠিন হবে : আকরাম খান

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করে বাংলাদেশ। তবে এরই মধ্যে আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দলে নতুন করে দুই পেসারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন- ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ফরহাদ রেজা। এদিকে আয়ারল্যান্ডে সফরে দলে জায়গা পেলেও ফরহাদ রেজার জন্য ভালো করা কঠিন হবে বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেট থেকে হঠাৎ করে আন্তর্জাতিক আসরে মানিয়ে নেওয়া খুব কঠিন কাজ। উচ্চমানের ক্রিকেটার ছাড়া এটি সম্ভব না।’

তিনি আরো বলেন, ‘আয়ারল্যান্ডে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলতে যাচ্ছি। সেখানে সে দুই একটি ম্যাচ খেলার সুযোগ পেলে নিজেও বুঝতে পারবে। তবে কোনো ক্রিকেটার যদি ইনজুরিতে পরে তাহলে তার কথা আমার মাথায় আছে।’