আয়ারল্যান্ড সফরে সুযোগ পেলে সে নিজেকে প্রমাণ করতে পারবে : আকরাম খান

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ড ও উইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। আর এই সিরিজকে সামনে রেখে অনেক আগেই দল ঘোষণা করে বাংলাদেশ। তবে এরই মধ্যে আয়ারল্যান্ড সফরের বাংলাদেশ দলে নতুন করে দুই পেসারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তারা হলেন- ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেয়েছিলেন তাসকিন। কিন্তু ইনজুরির কারণে নিউজিল্যান্ড যাওয়া হয়নি তার। এবার আয়ারল্যান্ড সফরের দলে জায়গা পেলেন তিনি।

আয়ারল্যান্ড সফরে জায়গা পাওয়া তাসকিনকে নিয়ে বেশ আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আয়ারল্যান্ড সফরে তাসকিন নিজেকে প্রমাণ করতে পারবে বলেই মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আমাদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ বলেছে সম্প্রতি তাসকিন বেশ ভালো বোলিং করছে। তবে আসল কাজ হল ম্যাচে ভালো পারফর্ম করা। কারণ খেলোয়াড়দের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ। সে আয়ারল্যান্ডে হয়তো দুই একটা ম্যাচে সুযোগ পাবে এবং সেখানে সে পারফরম্যান্স দেখাতে পারবে।’