ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ অ্যালেক্স হেলস

আসন্ন বিশ্বকাপের আগে হঠাৎ করেই ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ায় ইংলিশ তারকা ওপেনার অ্যালেক্স হেলস। তবে ক্রিকেটে ফিরেই দুঃসংবাদ শুনতে হয় হেলসকে। ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ২১ দিনের জন্য নিষিদ্ধ হতে হয় তাকে।

এবার ইংল্যান্ডের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তিনি। ইংল্যান্ডের ১৫ সদস্যের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মূলত ইংল্যান্ড দলে যেন হেলসকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না হয় সে কারণেই হেলসকে বাদ দেওয়া হয়েছে বলেই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।

বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস এবং নির্বাচক কমিটির প্রধান এড স্মিথ মিলে এই সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে এ প্রসঙ্গে ইসিবি লিখেছে, ‘দলের মধ্যে সঠিক পরিবেশ তৈরি করার কথা বিবেচনায় নিয়েছি আমরা। নিশ্চিত করেছি যাতে অনাকাঙ্খিত কোনো কিছু না ঘটে। এই দলটা যাতে সবচেয়ে ভালো অবস্থায় থেকে গুরুত্বপূর্ণ এই সময়টায় সাফল্যের জন্য ছুটতে পারে।’

অন্যদিকে জাইলস বলেন, ‘এই সিদ্ধান্ত নেয়ার জন্য আমাদের দীর্ঘসময় কঠিনভাবে ভাবতে হয়েছে। তবে ইংল্যান্ড দলে সঠিক পরিবেশটা তৈরির জন্য আমাদরে কঠোর পরিশ্রম করতে হয়েছে। দলের জন্য সেরা সিদ্ধান্তটাই আমাদের নিতে হতো। যাতে মাঠে সফলভাবে খেলা যায়।’