উল্টো বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ড

ক্রাইস্টচার্চে মসজিদে হামলা করেছিল এক সন্ত্রাসী। সেই হামলায় অর্ধশতাধিক মুসলিম প্রান হারিয়েছিল। অল্পের জন্য বেঁচে গিয়েছিল বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন সদস্য। তারা মসজিদে নামাজ পড়তে গেলেও মসজিদে প্রবেশ করার ঠিক আগ মুহুর্তে টের পেয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করায় বেঁচে যায় তারা।

এই হামলার পর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। বাংলাদেশ দল দেশে ফিরে এসেছিল।

তবে নিউজিল্যান্ডে হামলা হলেও সেই হামলার কারণেই নিউজিল্যান্ড যুবদলের বাংলাদেশ সফর বাতিল করে দেশটি। তারা জানিয়েছে, হামলার কারণে ক্রিকেটারদের মনোবল ঠিক নেই। তাই এই মুহুর্তে সিরিজটি না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

এপ্রিল মাসের ১০ তারিখ থেকে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দল ও নিউজিল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল।