একটা দলের বিপক্ষে খেলতে চায়না বাংলাদেশ

এশিয়ার ৪৬টি দেশের মধ্যে প্রথম ৩৪টি দেশ সরাসরি কাতার বিশ্বকাপ বাছাই পর্ব খেলবে। বাকি দল গুলো প্রাক বাছাই খেলে আসতে হবে। বাংলাদেশের অবস্থান যদি ৩৪ এর মধ্যে থাকত তাহলেই সরাসরি খেলতে পারত। কিন্তু বাংলাদেশের র‍্যাংকিং এখন ৪২।

প্রাক বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হবে- মালয়েশিয়া, কম্বোডিয়া, ম্যাকাও, লাওস, ভুটান বা মঙ্গোলিয়ার মধ্যে একটি দেশ। এরমধ্যে সবচেয়ে কঠিন দলটির নাম মালয়েশিয়া।

এই মালয়েশিয়ার বিপক্ষে যাতে ম্যাচ না পড়ে সেটাই ভাবছেন বাংলাদেশ কোচ। তিনি বলেন, মালয়েশিয়াকে প্রতিপক্ষ হিসেবে চাই না। ছয় দলের মধ্যে এরাই সবচেয়ে বেশি শক্তিশালী।