একটি দিক থেকে আমাদের দল অন্যদের চেয়ে এগিয়ে: সাইফউদ্দিন

আসন্ন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর শুরু হবে। এরই মধ্যে অংশগ্রণকারী ১০টি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। সর্বশেষ গত ২৪ এপ্রিল উইন্ডিজের ১৫ সদস্যের দল ঘোষণার মাধ্যমে শেষ হল আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের স্কোয়াড ঘোষণা। এ লক্ষ্যে রবিবার ও সোমবার একসঙ্গে অনুশীলন করবে বাংলাদেশ দল। ৩০ এপ্রিল বিশ্রাম নিয়ে ১ মে আয়ারল্যান্ডে উড়াল দেবে বাংলাদেশ দল।

আর প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পাওয়া ব্যাটে-বলে দারুণ পারফর্ম করা মোহাম্মদ সাইফউদ্দিন মুখিয়ে আছে আগুন ঝরা বোলিং করার জন্য। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীর হয়ে ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে তিনি।

বিশ্বকাপ নিয়ে নিজের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শুক্রবার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবার দেন সাইফউদ্দিন।

তিনি বলেন, ‘ঢাকা লিগের পারফরম্যান্স অনুপ্রেরণা জোগাবে বিশ্বকাপে। তবে উন্নতি করার কোনো বিকল্প নেই। নিজের জায়গা থেকে তা করার চেষ্টা করছি। সিনিয়রদের সঙ্গে পরিকল্পনা নিয়ে আলোচনা করি। ঢাকা লিগে ভালো করেছি। বিশ্বকাপে খেলার সুযোগ পেলে এই অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করব।’

নিজেকে পুরোপুরি প্রস্তুত করব বিষয়ে সাইফউদ্দিন বলেন, ‘ঢাকা লিগ সবে শেষ হল। ক্লান্তি রয়েছে কিছুটা। কাটিয়ে ওঠার চেষ্টা করছি। নিজেকে পুরোপুরি প্রস্তুত করব। তাই বাড়িতে যাইনি। গেলে সময় নষ্ট হবে। ঢাকায় থেকে যে দু-তিনদিন বিশ্রাম পাব তাতেই কাজ হবে। এভাবেই নিজেকে ফিট রাখার চেষ্টা করছি।’

ব্যাটিং এ অলরাউন্ডার বলেন, ‘ইংল্যান্ডে সাম্প্রতিক ম্যাচগুলো ইউটিউবে দেখছি। এর আগে ভারত-ইংল্যান্ড সিরিজ দেখেছি। উইকেট ব্যাটিংসহায়ক। লাইন-লেন্থ ঠিক রেখে বোলিং করতে হবে। যতই বলা হোক পেসবান্ধব উইকেট, তারপরও ওখানে বোলিং করা সহজ হবে না। আমি চ্যালেঞ্জ নিতে চাই। সেভাবেই প্রস্তুত হচ্ছি।’

ডান-হাতি পেসার ও বাঁ-হাতি ব্যাটসম্যান এই তারকা বিশ্বকাপে নিজের লক্ষ্য নিয়ে তিনি বলেন, ‘নিচের দিকে ব্যাটিং করব। তাই ফিনিশিংয়ের সুযোগ থাকবে। ব্যক্তিগত লক্ষ্য বলতে চাই না। দিনশেষে মিলিয়ে দেখব নিজের লক্ষ্য পূরণে কতটা সফল হয়েছি। দলকে জেতাতেই অবদান রাখা দরকার, সবটাই দেয়ার চেষ্টা করব। আমাদের দলটা ভারত বা ইংল্যান্ডের মতো হয়তো না। তবে অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এদিক থেকে আমাদের দল অন্যদের চেয়ে এগিয়ে। দলটা ভারসাম্যপূর্ণ।’