একটি প্রশ্ন শুনেই রেগে গেলেন পাপন

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেই দেশে ফিরতে হয়েছে সাকিব আল হাসানকে। আইপিএলের এবারের আসরে মাত্র ৩টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। বাংলাদেশের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে এরই মধ্যে দেশে ফিরেছেন সাকিব।

এদিকে আজ (২৯ এপ্রিল) সোমবার আনুষ্ঠানিকভাবেই বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে জার্সি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

দলের সবাই বিশ্বকাপের অফিসিয়াল ফটোসেশনে যোগ দিলেও সেখানে ছিলেন না সাকিব। সাকিবের শূন্যতা দলের মেলবন্ধন নষ্ট করে কিনা, এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতি পাপনকে।

জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

এরপর প্রশ্ন উঠে সাকিবের এমন আচরণে কি বিসিবিও অভ্যস্ত হয়ে যাবে? এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘প্রশ্নই আসে না। টিম যখন পরশু দিন চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।’