এটা আমার জন্য ভালো খবর: স্টিভ রোডস

আসন্ন বিশ্বকাপ এবং আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে চতুর্থ দিনের মতো অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ৫ ক্রিকেটার। ডিপিএলের পর ছুটিতে থাকায় এখনো যোগ দেননি বাকিরা।

আজ ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকেই মিরপুরের মাঝ উইকেটে ব্যাটিং করতে দেখা গেছে মাহমুদুল্লাহ, তামিম-মুশফিকদের। সেখানে, স্টিভ রোডস এবং ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জির পরামর্শে সিঙ্গেল রান নেয়ার অনুশীলন করেন তারা।

এদিকে ম্যাচ পরিস্থিতিতে রানিং বিটুউইন দ্যা উইকেট কিভাবে ঠিক রাখা যায় তা নিয়েও কাজ করেন ব্যাটসম্যানরা। আজ ক্যাম্পে বোলার হিসেবে ছিলেন এবাদত হোসেন এবং তাসকিন আহমেদ।

কোচদের পরামর্শে নিজেদের বোলিং নিয়েও কাজ করেছেন এ দু পেসার। আগামী দু’দিন বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। পরে ২৮ তারিখ থেকে টানা ২ দিন স্কোয়াডে থাকা সব ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করার কথা রয়েছে।

কোচ স্টিভ রোডস বলেন, ‘আমাদের ক্রিকেটাররা অনেকদিন ধরে খেলার মধ্যে আছে। এটা আমার জন্য ভালো খবর। তবে, ইনজুরি থেকে সবাইকে মুক্ত রাখতে হবে, তাই অনেক ক্রিকেটারকে আমি ছুটি দিয়েছি।’

‘সিনিয়র ক্রিকেটাররা ভালো ছন্দে আছে, তাদের সাম্প্রতিক ফর্ম আমাকে আশাবাদী করছে। সাকিবকে নিয়েও ভাবনার কিছু নেই, সেও খেলার মধ্যেই আছে।’

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি এবং উইন্ডিজ সফরে আমরা প্রমাণ করেছি, দেশের বাইরেও আমাদের ভালো খেলার ক্ষমতা আছে। আর দেখুন ইংল্যান্ডে উইকেট হবে একেবারেই ভিন্ন, তাই আয়ারল্যান্ড সিরিজেই আমাদের মূল প্রস্তুতি হবে।’