এবারের আইপিএলে অসহায় সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসরে একেবারেই নিষ্প্রভ সাকিব আল হাসান। আইপিএলে সানরাইজার্সের প্রথম ম্যাচটি খেলেছিলেন তিনি। এরপর আর কোন ম্যাচে সুযোগ হয়নি তার। যখনই বাংলাদেশে চলে আসার চিন্তা করছিলেন তখনই পেলেন সুযোগ। দুটি ম্যাচ খেললেও সেখানেও নিষ্প্রভ তিনি।

প্রথম ম্যাচে সাকিব আল হাসান ব্যাটিং করার সুযোগ পাননি। এই ম্যাচে তিনি বোলিংয়ে ৩.৪ ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন। খরুচে বোলিংয়ের কারণেই বাদ পড়েন সাকিব।

এরপর পুনরায় দলে ফিরেন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিন্তু এই ম্যাচেও ব্যাটিংয়ের সুযোগ আসেনি তার সামনে। বোলিংয়ে ৪ ওভারে ২৭ রান দিলেও কোন উইকেট পাননি তিনি।

পরের ম্যাচে অর্থাৎ সর্বশেষ ম্যাচে রাজস্থানের বিপক্ষে ব্যাট করার সুযোগ আসে তার সামনে। তবে এখানেও ছিলেন অসহায়। মাত্র ৯ রান করেন তিনি ১০ বল মোকাবেলা করে।

বল হাতে ৩.১ ওভারে ২৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন। আইপিএলে তিনটি ম্যাচ খেলা সাকিব হেরেছেন প্রতিটিতেই।