এবার বাগেরহাটে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণ, অধ্যক্ষ গ্রেফতার

এবার বাগেরহাটের রামপালে ১০ বছর বয়সী মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ওই মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে উপজেলার ফয়লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার পুলিশ।

একই ঘটনায় অভিযুক্ত ফেরদৌস শেখ (১৮) নামে এক মুদি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। সে রামপাল উপজেলার শরাফপুর গ্রামের লুৎফর শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফকিরহাটে নানা বাড়িতে থেকে রামপাল উপজেলার একটি মাদরাসার ছাত্রী নিবাসে থেকে পড়ালেখা করছিল নির্যাতিতা শিশুটি। মাদরাসার সামনের মুদি দোকানি ফেরদৌসের সঙ্গে মেয়েটির পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে ১১ এপ্রিল রাতে মুদি দোকানি ফেরদৌস সুকৌশলে মেয়েটিকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

বিষয়টি নিয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, মাদরাসায় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় তার মামা বাদী হয়ে মাদারাসা অধ্যক্ষসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মুদি ব্যবসায়ী ফেরদৌস শেখ (১৮) এবং মাদরাসার অধ্যক্ষ ওলিয়ার রহমানকে আটক করেছি। তাদেরকে আদালতে সোপর্দ প্রস্তুতি চলছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে মাদরাসার প্রশাসনিক ভবনের ছাদে ডেকে নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়। আর মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় বোরকা ও নেকাব পরা চারজন তাকে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়।