এবার রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ আগুন

আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে রাজধানীর মালিবাগের কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপারে স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। প্রথমদিকে স্থানীয়রা আগুন নেভাতে পানি দেয়া শুরু করে।

এর মধ্যে প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১২ ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আনুমানিক সকাল ৬টা ৩৫ মিনিটে কাঁচাবাজারের পুরো আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে মালিবাগ বাজার বণিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নুরুল হক নুরু বলেন, ‘২৬০ টি দোকানের মধ্যে একটি দোকানও অবশিষ্ট নেই। অন্তত ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে মনে করেন নুরুল হক।’

এর আগে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা কুতুবখালীতে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।