এবার স্নাইপার রাইফেলের টার্গেট রাহুল গান্ধী!

স্নাইপার রাইফেল দিয়ে গুলি চালিয়ে ভারতের বিরোধী দলীয় নেতা ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হত্যার চেষ্টা করা হয়েছে।

গতকাল ১০ এপ্রিল বুধবার উত্তরপ্রদেশে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তাকে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে কংগ্রেস।

এদিকে ওই ঘটনার পর গুপ্তহত্যার শিকার হতে পারেন এমন আশঙ্কা করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি লেখা হয়েছে। চিঠিতে রাহুলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে কংগ্রেস।

সেই চিঠিতে বলা হয়েছে, উত্তরপ্রদেশের অ্যামেঠিতে বুধবার মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাহুল গান্ধী। এসময় তিনি সাতবার স্নাইপারের টার্গেট হয়েছেন।’

‘তিনি স্পেশাল প্রোটেকশন গার্ডের নিরাপত্তা বলয়ের মধ্যে থাকলেও বিভিন্ন দিক থেকে তার মাথায় সাতবার লেজার তাক করা হয়।’

এদিকে কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে লেখা চিঠিতে রাহুলের জীবনের ঝুঁকির বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেয়ারও আহ্বান জানানো হয়েছে।

সেই চিঠিতে আরও বলা হয়েছে, ‘রাহুল যখন কথা বলছিলেন তখন সবুজ রঙের একটি লেজার সরাসরি রাহুলের কপাল লক্ষ্য করে সাতবার ফেলা হয়।’