এ কেমন অশ্লীল ভাষায় বৈশাখী মেলায় স্টলের নাম

গতকাল রবিবার বাংলা নববর্ষের ১৪২৬ সালে প্রথম দিন সারাদেশে উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এদিকে টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসন আয়োজিত মেলায় বেশকিছু স্টলের নাম অশ্লীল ভাষায় করতে দেখা গেছে। নববর্ষের প্রথম দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ মাঠে এ মেলা শুরু হয়। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

এদিকে পাঁচ দিনব্যাপী এই বৈশাখী মেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থী। কিন্তু স্টলের নাম অশালীন হওয়ায় একদিকে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন দর্শনার্থীরা। সেই সঙ্গে কুরুচিপূর্ণ চিন্তা ধারার জন্য মেলাটি গুরুত্ব হারাবে বলে মনে করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে সখীপুর উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘মেলায় অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বেশ কয়েকটি স্টল করা হয়েছে। স্টলগুলোতে উঠতি বয়সের তরুণরা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। ব্যানারে খুব বড় করে অশ্লীল ভাষাগুলো লেখা হয়েছে। লেখাগুলো খুব সহজেই নজরে আসছে দর্শনার্থীদের। সবচেয়ে বেশি বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন নারীরা।’

এদিকে মেলার একটি স্টলে অশ্লীল সংলাপের জন্য বিখ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের ছবিসংবলিত বড় একটি ব্যানারে লেখা হয়েছে, ‘কেরাবেরা লাগাইয়া দিমু, আয়োজনে ডেভিট বো।’ এর পাশের স্টলের বড় আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘ঐ হবে নাকি একটু।’ তাছাড়া ‘আইনের কসম বলছি দাঁড়াও, সৌজন্যে- আমরা আমরাই তো, আয়োজনে স্টার বয়েজ ক্লাব।’

এদিকে পাশাপাশি মেলার আরেকটি স্টলের ব্যানারে পর্ন তারকা জনি সিন্সের ছবি ছাপিয়ে লেখা হয়েছে, ‘ধর ওরে ধর, আজকে তরে হবে, সৌজন্যে জনি সিন্স।’ সেই সঙ্গে পাশের স্টলের আরেকটি ব্যানারে লেখা হয়েছে, ‘শুভ নববর্ষ-১৪২৬, ঐ…লাইট অফ কর।’

এ ব্যাপারে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, ‘আমি বিষয়টি ফেসবুকে দেখেছি। লেখাগুলো খুবই অশালীন ও কুরুচিপূর্ণ। আমাদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার জন্যই বৈশাখী মেলার আয়োজন। সেটা যদি বিকৃত হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কী শিখবে? প্রশাসনের আয়োজনে মেলায় এ লেখাগুলো কোনোভাবেই কাম্য নয়। ওসব ব্যানার দ্রুত সরিয়ে ফেলা দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার চোখে পড়েনি। বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’