ঐক্যফ্রন্টের নতুন কর্মসূচি ঘোষণা

সম্প্রতি ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাসহ সারাদেশে অব্যাহত হারে ধর্ষণ, নারী নির্যাতন ও হত্যা বন্ধে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

এদিকে কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল শাহবাগে গণজমায়েত করবে ঐক্যফ্রন্ট।

আজ ২৪ এপ্রিল বুধবার সন্ধ্যায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, ‘দেশে একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। নারীদের ধর্ষণের ব্যাপারটা মহামারির আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতিও খুবই দৃশ্যমান।’

‘আমরা মনে করি আন্দোলনকে জোরদার করতে হবে। নারীদের অধিকার, আইনের শাসন রক্ষা করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামতে হবে।’

তিনি বলেন, ‘আমরা সেই সিদ্ধান্তগুলো নিয়েছি আজকের বৈঠকে। সবাই ঐক্যমতে এসেছি যে সক্রিয়ভাবে মাঠে নামতে হবে। দেশের মানুষকেও আজকে ঐক্যবদ্ধভাবে দেশে সভ্যতা, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে।’

এ সময় তিনি আরও বলেন, ‘দেশের মানুষের অধিকার রক্ষায়, আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে একটা উদ্যোগ নিতে হবে। এই লক্ষ্যে জাতীয় ঐক্যফ্রন্ট কর্মসূচিও দিচ্ছে।’