কিংবদন্তি লারার মতে বিশ্বকাপে চমক দিবে যে দল

আগামী ৩০ মে ওয়েলস এন্ড ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। সে লক্ষ্যে ইতিমধ্যে নিউ জিল্যান্ড, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা একে একে বিশ্বকাপের দল ঘোষণা করলেও এখনও বিশ্বকাপের দল ঘোষণা করেনি ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে বিশ্বকাপে এবার চমক দেবে উইন্ডিজ মনে করছেন ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা।

ক্যারিবীয়ান কিংবদন্তি ব্রায়ান চার্লস লারা বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আগেই দেখেছি ইংল্যান্ড কিংবা ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে ক্যারিবীয়ানদের।’

‘আমাদের দিনে যেকোনও দলকে আমরা হারানোর ক্ষমতা রাখি। তারপর এও দেখেছি বাংলাদেশ কিংবা আফগানিস্তানের কাছে হারতে। আর সেটাই আটকাতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। আমি সেমি ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে দেখতে চাই।’

এ সময় লারা আরও বলেন, ‘শেষ দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি ওয়েস্ট ইন্ডিজ চমকপ্রদ এলিমেন্ট। আর এটাই প্রতিপক্ষ দলের মনে থাকে। আর এই কারণেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামার আগে কোনও দলই স্বস্তিতে মাঠে নামতে পারে না। তবে ধারাবাহিকতা ধরে রাখতে হবে দলেক।’

তাছাড়া আসন্ন বিশ্বকাপে লারার ফেভারিট ইংল্যান্ড ও ভারত। তার মতে বিশ্বকাপের শেষ চারে খুব সহজেই পৌঁছে যাবে আয়োজক ইংল্যান্ড এবং ভারত।