কি আছে রাহুল-হার্ডিকের কপালে? রায়ের অপেক্ষা

গত বছর অস্ট্রেলিয়ার সাথে সিরিজ চলাকালীন সিরিজের মাঝপথেই লুকেশ রাহুল ও হার্ডিক পান্ডেয়াকে দল থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাদের দোষ ছিল কফি উইথ কর্ণ নামক একটি অনুষ্ঠানে গিয়ে নারী বিদ্বেষী মন্তব্য করা।

এরপর সেই ঝামেলা পেড়িয়ে আবারও দলে ফিরেছেন তারা। এখনও খেলছেন আইপিএলে। দুজনেই নিজ নিজ দলের অতি গুরুত্বপূর্ন তারকা হিসেবে নিজেদের পরিণত করেছেন। তবে তার মাঝেও তাদের মাথায ঘুড়পাক খাচ্ছে সেই বিচারের রায়।

বিসিসিআই সময় বেধে দিয়েছিল এই দুই তারকাকে। ৯ ও ১০ এপ্রিলের মধ্যেই এই দুই তারকাকে বিচারপতি ডিবে জাইনের সাথে দেখা করতে বলা হয়েছিল। সময় মত দুজনেই গিয়ে দেখা করেছেন। এই বিচারপতিই রায় দিবেন এই দুই ক্রিকেটারের।

আগামী ১৫ এপ্রিল বিশ্বকাপ দল ঘোষণা করবে ভারত। তার আগেই এই দুই তারকার ব্যাপারে নিশ্চিত হতে চায় ভারত ক্রিকেট বোর্ড। তাই আশা করা যায় এই দুই তারকার রায় এই সময়েই মধ্যেই হয়ে যাবে।