ক্যাচ নিয়ে বিতর্কের মুখে হাসান আলী

বিশ্বকাপের আগে এখন পাকিস্তান অবস্থান করছে ইংল্যান্ডে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলার আগে এখন কাউন্টি দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা।

দুইট ম্যাচেই জিতেছে পাকিস্তান। গতরাতে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা জিতেছে ৮ উইকেটে।

তবে এই দুই ম্যাচের জয় ছাপিয়ে আলোচনায় এখন প্রথম ম্যাচে পাক তারকা হাসান আলীর বিতর্কিত এক ক্যাচ।

নিজের বলে নিজেই ক্যাচটি তালুবন্দী করতে যান হাসান আলী। বলটি তিনি তালুবন্দী করলেও শেষ মুহূর্তে হাত ফসকে পড়ে যায়। কিন্তু ওই বল পুনরায় না ধরে তিনি উৎযাপন শুরু করে দেন যেন এমন যে, আমি ক্যাচ ধরে ইচ্ছা করেই বলটি হাত থেকে ফেলে দিয়েছি। আম্পায়ারও বিষয়টি বুঝতে না পেরে আউট দেন।

ম্যাচ শেষে হাসান আলী বলেন, তিনি ক্যাচটি সঠিক ভাবে ধরার পরেই তা ফেলে উদযাপন করেন। কিন্তু তার যুক্তি ধোপে টিকেনি।

ভিডিওতে দেখা যায়, তার হাত ফসকে বল পড়ে যাওয়ার পর সে একটু নিচুর হয়েছিল বলটি ধরার জন্য। কিন্তু বল আগেই মাটিতে পড়ার পর সে তার চিরচেনা উদযাপন করে। উল্লেখ্য যে, হাসান আলীর উদযাপনও এমন যে একটু নিচু হয়ে পড়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে দেন। আর এই কারণেই আম্পায়ার বুঝতে পারেনি।