খালেদা জিয়ার শুনানি শেষে যে সিদ্ধান্ত নিল আদালত

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাজার রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। কিন্তু এই মামলায় তাকে জামিন দেননি আদালত।

একই সাথে এই মামলায় বিচারিক আদালতের দেওয়া সম্পত্তি জব্দের আদেশ স্থগিত করে দুই মাসের মধ্যে এ মামলার নথি হাইকোর্টে পাঠাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিকে আদালতে খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদন করে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন।

এ সময় আদালতে খালেদার পক্ষে আরও ছিলেন আইনজীবী জমিরউদ্দীন সিরকার, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ১৮ নভেম্বর এ মামলায় ৭ বছরের সাজার রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলটি করেন বেগম খালেদা জিয়া।

এ সময় বিচারিক আদালতের দেওয়া ৬৩৮ পৃষ্ঠার মূল রায়সহ প্রায় ৭০০ পৃষ্ঠার এ আপিলে সাজার রায় বাতিল এবং মামলা থেকে খালাস ও খালেদা জিয়ার জামিনের আবেদন করা হয়।