খালেদা জিয়া প্যারোলে মুক্তি চাইলে বিবেচনা করবে সরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার কোনো চাপে নেই। বেগম জিয়া প্যারোলে মুক্তি চাইলে সরকার তা বিবেচনা করবে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আদালত কর্তৃক দণ্ডিত হয়ে শাস্তি ভোগ করছেন, কারাগারে আছেন। তাকে মুক্ত করার একমাত্র পথ হচ্ছে, আদালতের মাধ্যমে তিনি যদি জামিন পান, তাহলে তিনি মুক্তি পেতে পারেন।

তথ্যমন্ত্রী বলেন, প্যারোলের বিষয়টি হলো, একমাত্র যিনি বন্দী তিনি যদি চান তাহলেই শুধুমাত্র সরকারের সেটি বিবেচনা করার সুযোগ থাকে। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেন যে এ সমস্ত অবান্তর কথাগুলো বলছেন, তা আমার বোধগম্য নয়।