খাশোগির সন্তানদের জন্য সৌদির নতুন ঘোষণা

সৌদি সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের ৪০ লাখ ডলার মুল্যের একটি বাড়ি দিয়েছে সৌদি আরব। একই সাথে তার চার সন্তানকে প্রত্যেক মাসে ১০ হাজার ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে এই সহায়তা কতদিন দিবে আ বিস্তারিত বলা হয়নি।

মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট সোমবার এই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নিহত সাংবাদিক জামাল খাশোগি সৌদি রাজপরিবারের সমালোচক ছিলেন।

এর আগে গত বছরের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে রিয়াদের একটি ঘাতক দলের সদস্যরা তাকে হত্যা করে।

১৫ সদস্যের ওই ঘাতক দলকে রিয়াদ থেকে পাঠানো হয়েছিল। প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে খাশোগিকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ। তবে এখন পর্যন্ত তার মরদেহের সন্ধান পাওয়া যায়নি।