এবার স্কটল্যান্ডের কাছে হারলো ব্রাজিল

সামনেই নারী বিশ্বকাপ। সেই বিশ্বকাপের আগে নিজেদের শক্তির পরীক্ষা দেয়ার ম্যাচে বেশ হতাশই হতে হল ব্রাজিলকে। সর্বশেষ দুটি প্রীতি ম্যাচেই যে হারলেন তারা।

প্রথম ম্যাচে স্পেনের বিপক্সে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরেছিল ব্রাজিল। সেই ম্যাচে আধিপত্য ছিল স্পেনের। এবার দ্বিতীয় প্রীতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দাপট দেখিয়েও হারল ব্রাজিল নারীরা।

এদিন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬২ শতাংশ বল ছিল ব্রাজিল নারী তারকাদের পায়ে। ম্যাচের তাদের সঠিক পাসের হার ছিল ৮১ শতাংশ। বিপরীতে স্কটল্যান্ডের সঠিক পাসের হার ছিল ৬৫ শতাংশ।

ব্রাজিলের ১৬টি শটের বিপরীতে স্কটল্যান্ডের শট ছিল মাত্র ৭টি। টার্গেটে ব্রাজিলের অর্ধেক শট নিয়েছে স্কটল্যান্ড। কিন্তু সেখানেই কাজের কাজ যা করার তা করেছে স্কটল্যান্ড।

ম্যাচের ৩৮ মিনিটে কিম লিটলের গোল এগিয়ে যায় স্কটল্যান্ড এবং সেই একটি গোলের লিড পুরো ম্যাচে তারা ধরে রাখে।