গির্জায় সিরিজ বোমা হামলা, ১০ দিন আগেই সতর্ক করেছিলেন পুলিশ প্রধান

ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির অন্তত ছয়টি স্থানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ১৯০ নিহত হয়েছেন। আহত হয়েছে ৪০০ জন।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে এ বোমা হামলার ঘটনা ঘটে।

এদিকে, ইস্টার সানডে পালনের প্রাক্কালে শ্রীলঙ্কার চার্চ ও হোটেলে সিরিজ হামলার বিষয়ে আগেই সতর্ক করেছিলেন দেশটির পুলিশ প্রধান। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, এএফপির দেখা নথি অনুসারে শ্রীলঙ্কান পুলিশ প্রধান পুজুথ জয়াসুন্দরা আরো ১০ দিন আগে গোয়েন্দা সতর্কতা জারি করেন যে আত্মঘাতী বোমা হামলাকারীরা শ্রীলঙ্কার প্রধান চার্চগুলোতে হামলা করার পরিকল্পনা আটছে।

সতর্কতায় বলা হয়, ন্যাশনাল তাওহীদ জামায়াত (এনটিজে) নামে একটি গোষ্ঠী শ্রীলঙ্কার প্রধান গির্জাগুলোয় আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। এছাড়াও তারা কলম্বোয় ভারতীয় হাইকমিশনেও হামলার পরিকল্পনা করছে।